আমি কবিতা লিখবো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য

আমি একটা কবিতা লিখব।
কবিতা লিখব তোমাকে নিয়ে।
আমি আবার কলমে দেব স্বপ্ন '
যুদ্ধের কঠিন অস্ত্রের মত।
কলমকে দেব স্বাধীনতা '
আমি আবার কবি হতে চাই '
আমি আবার স্বপ্নে ভাসতে চাই।
তোমার এই আচলে "
আবার কবিতার ফুল ফুটাবো "
এই আশা নিয়ে বুকে
কলম ধরেছি আবার '
আবার এই অমানুষ কবি '
মানুষ হয়ে জাগবে '
জাগবে এবার শুকান্তের মত '
নজরুলের বাণীর মত '
জীবনানন্দের চোখের ঝলকে "
আবেগ ভরা সেই মাঠে '
বনহংসির ডানার ফাকে '
যে ছন্দ লুকিয়ে থাকে '
আমি জাগব সেই ছন্দে '
আবার আমি কবিতা লিখব '
জন্ম নেব মানুষ হয়ে '
আবার আমি জাগব "
তোমার মিষ্টি ছোয়া পেয়ে '
তোমার স্নিগ্ধতার যে স্পর্শ '
তোমার ভালবাসার পরশে।
আমি আবার কবি হবো '
মধুসূদন দত্তের মত।।
আবার একটা কবিতা লিখব '
একটা ভালবাসার কবিতা '
একটা বিদ্রোহী আত্মার কবিতা '
একটা জাগরণকারী কবিতা '
আগুনের ফুলকি র মত '
একটি নিষ্ঠুরপ্রকৃতির কবিতা '
আবার আমি কবি হয়ে '
জন্ম নেব মানুষ হয়ে "
এই জীবনের মাঝেই '


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।