কণ্যা তোমার রূপ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য
কণ্যা তোমার রূপ
তোমার গুণের সাথে তুল্য
কণ্যা তুমি রূপবতি।
শুভ্র এই চর্মের রূপ সেটা নয় ।
যেটা তোমার আছে।
সেটা শুক্ল গাত্রবর্ণ হতেও দামী
তোমার রূপ বাদামী হওয়ার দরকার নাই
দরকার নাই স্বর্ণ কেশী হবার।
তুমি তো রূপবতি
এই সবুজ বাঙলার।
সবুজ শ্যামল তোমার মধুর চাহণী
সে চোঁখ দেখে পাগল এই ধরনী।
এই দেশের রূপ ;
খোঁজে পাই তোমার রূপে
এই মাটির স্পর্শ পাই
তোমার স্নীগ্ধ দেহের স্পর্শে
তুমি যে রূপ লালন করেছ
সে রূপ কোন আরব্য ললনার আছে কি?
আছে কি মিশরের কোন রাণীর"?
আছে কি কোন শ্বেত কণ্যার ?
থাকবে কি কোনদিন?
এই নদীর জল ।
শস্য শ্যামল ফসল
যে রূপ এই মাতৃ রূপের
সেই রূপ তুমি পেয়েছো
তুমি যে ভাগ্যবতি।
তুমি যে প্রেমের যোগ্য
পূজার যোগ্য তুমি দেবী।
তুমি যে এক অনন্য
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।