জীবনের তৃষ্ণা দেখেছো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি দেখেছ কখনও
একটি বন্ধ জীবনের তৃষ্ণা কি?
অনুভব করেছ কি কখনও?
কি তার চাওয়া
একটি কাচের পাত্র
স্বচ্ছ পানি
পরিমিত খাবার
তার মাঝে
একটি ছোট মাছ
বন্ধ তার জীবন
তুমি কি ভেবেছ কখনও
এরকম জীবন নিয়ে?
আসলে জীবন কি?
এটা কি শুধুই যন্ত্রনা?
না কি আলো"?
তুমি কি দেখেছ?
খাচায় একটি পাখি
কেমন তার জীবন"?
স্বাধীনতা নেই
আকাশে উড়ার
তবু পাখিটি পালায় না
তার প্রভুর মায়ার জন্য
ভালবাসার জন্য
এটাই চরম নিষ্ঠুরতা
এটাই জীবন
৩০/৪//২০১২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।