দুংখ দেখতে কেমন"?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি জানো?
দুঃখের রং কি?
দুঃখ দেখতে কেমন?
দুঃখের কি রং হয়?
দুঃখ কি দেখা যায়?
তুমি কি কখনও দুঃখ দেখেছ?
আসলে দুঃখটা দেখতে কেমন?
লাল ;নীল ;সবুজ
আমার দুঃখটাকে
আমি কোনদিন দেখিনি
এটার কোন রং নেই
রং থাকলে তো দেখতে পেতাম
তবু যেন ছুটে পেছনে
সব স্থানে ।
৪/৫/২০১২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।