চারদিকে শুধু প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
চারদিকে শুধু প্রেম
প্রেম নিয়ে মাতামাতি।
কবিতাতে প্রেম
কবির ভাবনাতে প্রেম
কবির মগজে প্রেম।
শুদ্ধ প্রেম ।
পবিত্র প্রেম
কামাতুর প্রেম
দৈহিক আর নেশার প্রেম
নষ্ট প্রেম।।
সব খানে একটাই শব্দ
বাংলা ছবির একমাত্র অভিনব বিয়য়
হিন্দি 'তামিল ;ত্যালেগু ভুজপুরি
সব ছিনেমাতে
নায়কের সাথে নায়িকার প্রেম
সব ছবিতে থাকতেই হবে প্রেম
হাটে মাঠে ।
কলেজের মাঠে
কলেজের বারান্দায়
কলেজের পুকুর পারে
যুবক যুবতির একটাই ভাবনা
বাচার জন্য লাগে প্রেম।।
পকেট ফুটো করে পলায়ন করে প্রেম
তবু চাই প্রেম
মদের দোকানে প্রেমিক
বসে গিলে লাল পানি
ভুলতে নষ্ট প্রেম
দেখো দাদা
মদের দোকানেও প্রেম
পতিতার নগ্ন প্রেমে
পরেছে মাতাল কবি
সেখানেও আছে এক পবিত্র শব্দ!
প্রেম তার নাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৫-০১-২০১৮ ০২:২৭ মিঃ
চারদিকে শুধু প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
চারদিকে শুধু প্রেম
প্রেম নিয়ে মাতামাতি।
কবিতাতে প্রেম
কবির ভাবনাতে প্রেম
কবির মগজে প্রেম।
শুদ্ধ প্রেম ।
পবিত্র প্রেম
কামাতুর প্রেম
দৈহিক আর নেশার প্রেম
নষ্ট প্রেম।।
সব খানে একটাই শব্দ
বাংলা ছবির একমাত্র অভিনব বিয়য়
হিন্দি 'তামিল ;ত্যালেগু ভুজপুরি
সব ছিনেমাতে
নায়কের সাথে নায়িকার প্রেম
সব ছবিতে থাকতেই হবে প্রেম
হাটে মাঠে ।
কলেজের মাঠে
কলেজের বারান্দায়
কলেজের পুকুর পারে
যুবক যুবতির একটাই ভাবনা
বাচার জন্য লাগে প্রেম।।
পকেট ফুটো করে পলায়ন করে প্রেম
তবু চাই প্রেম
মদের দোকানে প্রেমিক
বসে গিলে লাল পানি
ভুলতে নষ্ট প্রেম
দেখো দাদা
মদের দোকানেও প্রেম
পতিতার নগ্ন প্রেমে
পরেছে মাতাল কবি
সেখানেও আছে এক পবিত্র শব্দ!
প্রেম তার নাম।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।