মন্তব্য
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
চারদিকে শুধু মন্তব্য
আঙ্গুলের ইশারা ।
দুর্বলকে সামনে পেলে যা করি সবাই
কিরে বেটা?
কি লেকছস?
কি উল্টা পাল্টা এসব কি?
ব্যবহার বানান ব এর পর য ফলা
তার পর হবে আকার ব্যাবহার ।
এটাই সত্য ।
কেউ বলে না ব্যবহার
কেউ বলে বাড়ি
কে বলে বাড়ী
কেউ লেখে ঘর
কেউ ঘড়।
সামান্য ভুল
তুই কে?
নিজে ভুল করলে ভুল নয়
অন্য কেউ করলেই জ্বলে
ঘা লাগে; আতে; পাতে
শুতে আর বসতে
তুই ছোট
তুই কোন করবি ভুল?
ভুল করলে করবো মোরা
মনে মনে সবাই বলে
প্রকাশ্যে বলার শাহস নেই
কবি বলে
তারা ভিতুদের দল ।
সব খানে করে ছলনার ছল।
ছলচাতুরীর খেলা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।