এখানে ময়লা ফেলুন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এখানে ময়লা ফেলুন
আমাকে ব্যবহার করুন
লেখা আছে বড বড় অক্ষরে
কে তা দেখে?
কে ব্যবহার করে?
বিদ্যালয় ;হাসপাতালের সামনে
উদ্যান বা যাত্রি ছাউনিতে লেখা
এখানে ময়লা ফেলবে না
একমাস হলো না
হঠাৎ একদিন
দেখি সেই " না"বেটা আর নেই
তাকে কেউ অপহরন করেছে
এখন সেই দেয়ালে লেখা
এখানে ময়লা ফেলবেন
"না "বেটাকে কে অপহরন করল?
কেই জানে না ।
দিন গেলো 'সপ্তাহ গেলো
চলে গেলো মাস ;বছর
এখন বিদ্যালয়ের সামনে
তৈরি হয়েছে একটি ডাস্টবিন
অঘোসিত ;অনিয়ন্ত্রিত বেসরকারী ডাস্টবিন
লাইসেন্স ছারা ;বেআইনী ডাস্টবিন
যার কোন অনুমোদন নেই
অনুমোদন আছে যেই ডাস্টবিনের
যার আছে পৌরসভার টিকেট
তাকে কেউ ব্যবহার করে না
দেখেও না কোন লোকে
একদিন সেই সরকারি ডাস্টবিনটি
অপহরন হল ।
কেউ এসে তার ভিতরের লোহা গুলো
খোলে নিয়েছে।
বিশেষ সংবাদ
এলাকার হিরোইন সেবকদের কাজ
তারা লোহা করেছে বিক্রি
এটাই তার চুরান্ত ব্যবহার
লাইসেস্ন ধারি সেই ডাস্টবিনে
লেখা ছিল ব্যবহার করুন
ভদ্র সমাজ তার ব্যবহার করেনি
তাই হিরোইন সেবনকারী হিরোগন
তার সঠিক কদর করেছে
লোহা গুলো বিক্রি করে
তৃপ্তি মিটিয়ে সেবন করেছে
হিরোইন নামক মধু।
কি সুন্দর ব্যবহার
কি অভিনব আচরন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 6টি মন্তব্য এসেছে।
২৪-০১-২০১৮ ২৩:০১ মিঃ
সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।
০৭-০৪-২০১৭ ০৯:৩৪ মিঃ
সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।।।।।।।।।।।।
০৭-০৪-২০১৭ ০৯:৩৪ মিঃ
সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।।।।।।।।।।।।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।