বলেছি যত; দেখেছি বেশি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এই দেশে
কোন কিছু বলার হক্ক নেই
কোন কিছু বললেই সমস্যা
তাই দেখেছি".
বার বার চোঁখে একটা চশমা লাগিয়ে
চারদিকে ভালো করে তাকিয়ে
দেখেছি অনেক কিছু।
দেখেছি নষ্ট প্রেমিক আর প্রেমের কারখানা
দেখেছি নষ্ট হয়ে যাওয়া অবৈধ প্রাণখানা
পৃথিবী দেখার অধিকার দেয়া হয়নি যাকে
দেখেছি ধোকা খাওয়া
প্রেমের আত্মচিৎকার
করতে দেখেছি মাতালের হাহাকার
মাদক সেবী প্রেমিক
দেখেছি নষ্ট পথভ্রষ্ট জীবন
দেখেছি একটা সুন্দর ভুবন।
ভুবনকে নষ্ট কারী নষ্ট জীব
কত কিছু ঘটনা
ঘটনার পিছনেও ঘটনা থাকে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।