অপরিনত প্রণয়ের শেষ কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
অপরিনত বয়সে
পরিণত প্রেমের দাগ
বুঝতে না পেরে
অল্পতেই পাকে যে ছোরা
অকালপক্ক ফল যা
ঝড়ে যায় অল্পতেই ।।
তার স্বাদ তো পানসে হবেই।
তার স্বাদ নিতেই কি তুমি ব্যাকুল ছিলে?
দিশেহারা হয়ে ছুটলে
একটি অসম প্রণয়ের দিকে
একটি অপরিনত প্রণয়ে।
হুশ ছিল না তার;
পেকে যাওয়া অকালপক্ক সে
তোমার তো তেমন ছিল না;
তবে কোন টানে ?
তার ঘরে প্রবেশ করিলে?
অপরিপক্ক আর অপরিনত প্রণয়ের টানে?
যা নষ্ট কষ্টকে কাছে টানে
একটি অপরিনত চুম্বন
আঁকলে তুমি অপাত্রে।
অপাত্রে দান করলে মুক্ত সমান প্রেম;
যে দান গ্রহনে যোগ্য নয় সে
কিভাবে গ্রহন করবে সেটাও জানা নাই।
কি তবে ছিল লোভ?
কি ছিল কার মনে
সে প্রশ্ন বৃথা তো বটেই
প্রয়োজনহীন তোমার প্রণয়ের কাছে
তোমার প্রণয়ে ছিল কি ভালবাসা
তার মনে কি ছিল সুন্দর আশা?
নাকি তোমার দেহের প্রতি ছিল লোভ?
একটি অকালপক্ক ছন্নছারা প্রেমিকের
যাকে তুমি কাছে টেনেছ
বার বার লোভ কি বুঝিয়েছ
বুঝিয়েছ পরিপক্ক প্রণয়ে লাভ কি ;
কি আছে লোভ তাতে
কি আছে সেই লোভে।।
একটা অপরিণত চুম্বন
অপরিপক্ক প্রণয় ।
শেষ তো হলই এক সময় ।।
একটা নষ্ট সমাপ্তি দিয়ে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।