বন্ধ এখনপাঠশালা
- শাহ্ আলম শেখ শান্ত

বন্ধ এখন পাঠশালা
শাহ্ আলম শেখ শান্ত
================
ফুল ডাকে বাগিচায়
চাঁদ মামা গগনে
সুয্যিমামা ডাকে আয়
খেলবো তোর সনে ।
পাখি ডাকে গাইতে
দীঘি ডাকে নাইতে
নেচে খেলে যাবে কেটে দিন
কী মজা ! কী মজা ! তাক ধিন্ ধিন্ !
বন্ধুরা ছুটে আয়
সময় যে বয়ে যায়
ছোটাছুটি করবো হেথায় সেথায় ।
বন্ধ এখন পাঠশালা
পড়াশুনার নেই জ্বালা
আনন্দে একসাথে মাতবো যে তায় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।