শোক
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

শোক দিবসে শোকে কাতর
শোকের চাপে কেউ ভোগে অসুখে


কেউ মরে সুখে
কেউ আবার পালন করে আনন্দ;
বিবাহ বার্ষিকী আরো কত কিছু;
ক্ষমতার ব্যবহার ছুটে পিছু।


কত কিছু দেখিলাম
বুঝিলামনা কিছু
মগজে ডুকিলো না কিছু
জনগন হয়ে বেচে আছি।



রাজনীতির কত পেচ
কথার জালে ;কথার ঝালে
কথার পিঠে কথারা বাস করে



কথা তো কথা নয়।
তারা মরলেই দিবস গননা হয়;
জেল থেকে কবে বের হল;
কবে প্রবেশ করল জেলে



কোন দিন ভেঙ্গেছিল দাঁত
পুলিশের হাতে লেগে হাত।
কোনদিন হয়েছিল জেল
কোনদিন পেয়েছিল বেল




কত দিবস।


এই দিবসের ভিরে।
আসল দিবস নিরবে মরে



আসল কে
নকল কে ?
সেটাও জাতির নাই জানা


এত কিছু বুঝিনা
জনগন বলে
আমি কিছু খুঁজিনা।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।