আমার বন্ধু লিখন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমার একটা বন্ধু আছে ;
নাম তার লিখন

ছাত্র সে যেমন তেমন ;
বন্ধু সবার মনের মতন

মানুষ সে বিদ্যা পিপাসিত
মন তার সদা শান্ত।

সদা সে পড়া লেখাতে মনোযোগী
নিজেকে রাখে যুগের সাথে উপযোগী



মনটা তার সরল ও সুগঠিত
সত্যবাদি সে-
ত্যাগ করে মিথ্যা আছে যত।।

নিষ্ঠার পাল্লা কমেনি কখনো'
সুপুরুষ সে
অন্যায়ের কাছে মাথ করে না নত

ধর্মীয় অনুশাসন মেনে
সদা পথ চলে আদর্শ মেনে
আদর্শবান হতে সদা তৎপর
ভালবাসে সবাইকে করেনা পর।


ভালবাসা নিয়ে সবার
বেচে থাকো বন্ধু



বেচে থাকো হাজার বছর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৩-২০১৭ ০০:৪৮ মিঃ

এই ব্লগে কবিতা মনে হয় হারিয়ে যায় ।।
সেটা সার্চ করে বের করতে হয়।।।মহা মুশকিল