প্রকৃত মালিকানা কার
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আজ সবাই বলে
আমার আছে কি ?
কি পেলাম আমি
এটা বাবার "ওটা কাকার "
সেটা ভাইয়ের ;ওটা বউয়ের
এটা স্বামীর ওটা মামীর
আর আমার কি ?
তবে আমি কি?
যে বলে আমার কি ?
সেও কারো বাবা
কারো ভাই ;বোন
কারো বউ 'শাশুরী।
তার দিকেও আঙ্গুল তোলে কেউ
বলে আমার কি ?
বউ বলে স্বামী আমার ।
মা বলে পূত্র আমার ।
শাশুরিও একদিন পূত্রবধু ছিল
যৌবনে তারো শাশুরি ছিল
এখন সে বুড়ি
পুত্র বলে আমি কে
?
কে আমার ?
আমি কার?
আজ যে বাড়িটার
মালিকানা আছে তোমার'
তুমি এই বাড়ির মালিক
কালকে তুমিও থাকবে না ;
বাড়িটা থাকবে এখানেই
নতুন কেউ হবে এর মালিক
সেটা তোমার বংশের কেউ
আবার অন্য কেউ হতেও পারে।
একদিন এই বাড়িও ছিল না
এখানে জমি বা পুকুর ছিল
সেই পুকুরের একটা মালিক ছিল;
আজ সে কোথায়?
কোথায় তোমার দাদা
?
যে তোমার বাবার মালিকানা দাবি করত
বলত আমার ছেলে।
বাড়ির মালিকানা দাবি করত ;
বলত আমার বাড়ি
আজ তার ছেলেকে তুমি বাবা ডাকো
বলো আমার বাবা
একদিন তোমার মালিকানা বদলাবে
বৌ বলবে আমার স্বামী
সন্তান বলবে আমার বাবা
তুমি কার মালিক।
তোমারো মা আছে
তুমিও বল ।
আমার মা
তোমার স্ত্রীকে বল
আমার স্ত্রী।
আমার আমার করতে করতে
বেলাতো ফুরালো।
আসল মালিক কে চিনলে না।
বল সবার মালিক কে?
সব কিছুর মালিক কে?
সব সময়ের
সর্বকালের মালিক কে?.
সে তো ইশ্বর ।
মরম করুনাময় ।
অসীম দয়ালু।
পালনকর্তা ;সৃষ্টিকর্তা
রাজ্জাক ;সামিউল বাছির।
কিছু উগ্র লেখক আছে
যারা মালিকানার এই ব্যাখ্যাতে
তোমাকে করে পথভ্রষ্ট।
বলে তোর কিছু নাই
নারী তুই ফকির
পুরুষ তুই পাগল
এরাই নারীবাদি আর পুরুষবাদি
সমাজের শান্তি এরাই নষ্ট করে
বার বার ফেলে বিপদে
সমাজে ডেকে আনে অশান্তি
ছরাতে ছরাতে ছলনা আর ভ্রান্তি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।