মন তুমি কার?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমার ;আমার করলে মন ?
নিজেও তো তোমার না


তোমারো যে মালিক আছে;
সেই মালিক কে চিনলে না


তুমিও যে চাকর:
তোমার উস্তাদেরও উস্তাদ আছে


তুমিও যে কারো মালিক ।
তোমার উপরেও ক্ষমতাবান আছে




সব ক্ষমতার মালিক যিনি
তার তো মালিক নাই;
তিনি যে সবার মালিক ;
সেই হুশ তোমার নাই?


তুমি তো মুসাফির
যাযাবর তুমি এই ধরণীর বুকে


কতদিন থাকবে সুখে
কতদিন কাতরাবে রোগে আর দুঃখে।
কাতর হবে মন ও দেহ;
জানবে শুধু তুমি
জানবে নাতো কেহ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।