শীতের ভালবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি সেই কথা মনে রেখেছ?
মনে রেখেছ কি ?
সেই শীতের প্রেম লগ্ন।
উষ্ণ আর গভীর প্রেম ছিল সেটি।

আজ তুমি নেই
এই খবর চারদিকে কেউ জানে না।


আমিও বসে আছি।
রাতে এখন কম্বলের নীচে;
একা একা মনে অশান্ত ভাবনা;
চারদিকে অশান্ত সব স্বপ্ন --
ভির করেছে মনের কোণে


লেপের উষ্ণতা যেন কমে গেছে
কম্বলে কিছু ঠান্ডা ডুকে গেল
এই বুঝি কেউ কিছু বলছে
সেই কণ্ঠ যেন চীর চেনা


শীতের কম্বলের আচরণ
বার বার বলে
তুমি নেই ।



শীতের রাত।
একা একা কাটে না সময়।
কম্বলের আচরণ কেমন বৈরি হয়ে গেছে ।
কেমন যেন অচেনা আচরণ


সব কিছুতেই যেন কিছু নেই
নেই তুমি নেই।
নেই সেই উষ্ণ রাত।
নেই বুকে নরম সেই হাত


নেই তুমি নেই।।
কেউ নেই পাশে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।