সুখ আছে ?সুখ নেই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সুখ তো ছিল
যখন তুমি ছিলে



এখন কেউ যদি বলে
সুখ আছে ?


আমি বলে দেই
সুখ নেই



তুমি নেই
সুখ থাকবে কেন?


তুমি আসবে যেদিন
সুখকে ডেকে আনবো সেদিন


এর আগে তাকে করবো না নিমন্ত্রন



আনবনা বাড়িতে




সুখ কে বিদায় দিয়েছি;
তুমি আসলেই ডাকবো


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।