তোর সাথে এক হব
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোর সাথে এক হব ;
বহুদিন থেকেছি দূরে
তোর বুকে বুক রেখে
তোর চোঁখে চোঁখ রেখে
তোর ঠোটে রাখব ঠোট
তোর হৃদস্পন্ধন শুনব ;
বুকে কান রেখে।
মনের সাথে মনটাও রাখতে চাই
তুই কি অনুমতি দিবি?
একবার কাছে এসে দেখ;
তুই আমার হয়ে দেখ ;
ভালবাসাতে ভরিয়ে দেবো তোকে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।