ভাষাহীন কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ভাষাহীন একটা কবিতা লিখে দাও;
তুমি হীন একটা জীবন সাজাও;
পারবে কি ?
কাব্যহীন ছন্দহীন কবিতা
তুমিহীন এই আমি।
তুমিই বুঝলে না ।
বুঝল এই শহরের কাকটাও ;
তুমিই বুঝলে না;
বুঝল সেই কলম টাও।
তুমিই বুঝতে চাইলে না।
তোমার একটা কঠিন মন আছে;
তবু সেটা মন ।।
সেই মন টাও বুঝল।
তুমিই বুঝলে না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।