একটি মৃত কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
একটি কবিতা মরবে
তাই চিৎকার দিলো গলা ছেড়ে।
একটি কবিতা ;
শব্দ গুলোর নেশা ছেরে দিল ।
তার পর নিজেকে মৃত বলে করল ঘোসনা
একটি কবিতা ;
নিজের গুণ প্রকাশিত করতে না পেরে।
আত্মহনন করল।
একটি কবিতা ;
কবির মাতৃভূমিকে চিনলো না।
তাই সে মরে গেল ;নিজে নিজে
একটি কবিতা ।
কবির ভালবাসাকে বুঝলনা।
তাই সে পাগল হল।
একটি কবিতা।
প্রেয়সির ঠোটের স্নীগ্ধতা বুঝেনি
তাই সে আজ মৃত।।
কবিতা আজ পাগল হয়েছে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।