তুমি কি কবিতা শোনবে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি কবিতা শোনবে"?
ভাষার কবিতা ,
সালাম ,জব্বার রফিকের
রক্তে লেখা যে কবিতা।
শফিউর এর মুখের ভাষার কবিতা ।
স্লোগানের মাঝে যে কবিতা লেখা হয়েছিল
তুমি কি শোনবে ভাই?
আমার বলার কি আছে?
তুমি এই আকাশের কাছ থেকেই শোনে নাও।
তুমি বাঙলার বাতাসের কাছ থেকে শোনে নাও
শোনে নাও ছোট শিশুর কাছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।