বাজপাখি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি দেখেছো ?
বাজবাখির শিকারের ধারা ।



ছো মেরে দেয় হানা
নিয়ে যায় ছোট মুরগির ছানা ।



এই সমাজের যারা বাজপাখি
তারা মানুষেরসম্পদে ,
তেমনি থাবা দেয়।



বসত বাড়ি নষ্ট করে।
নষ্ট করে বসবাসের সুন্দর পরিবেশ,
করে চলেছে কারখানা।



বসতি এলাকাতে শিল্প কারখানা,
কালো আর বিষাক্ত ধোয়া ।

চারদিকে নষ্ট পরিবেশ ।


নদীতে কালো পানি।
শহরের নর্দমাতে কালো বিষ।



এই সেই মানুষ রুপে হায়েনা ।
মানুষের চিৎকার তাদের কানে পৌছেনা।


এরা রক্ত চোষা বাদুর।
এরাই আজ ধনী বাহাদুর।
রক্ত খেয়ে ভুরি করেছে বড়।
এখন সমাজ কে খাবে।



এদের ঘরে যে ইট।
তাতে দেখো জনতার রক্ত লেগে আছে।
মানুষের হাহাকার ।
আর শ্রমীকের ঘাম।
এদের কাছে নেই দাম।



এরাই এ যুগের দাজ্জাল।
হায়েনা এরা ।
এরাই ভূমি দস্যু।




দেখো এই পৃথিবীর বুকে
কেমন করে কে আছে সুখে

অবৈধ কারখানা ,
আর বাড়ির কাছে ধোয়ার কারখানা।
ইট পরিয়ে মাটি করছে নষ্ট
ফসলের জমি করছে এরা নষ্ট


তার পরেও বলবে কি ?
এটা শিল্পায়ন।


এটা ভূমি দখলায়ন "
শিল্পায়ন নয়।


মানুষের বাচার অধিকার বেশি?
নাকি মেশিনের?

প্রশ্নটা লিখে রাখো।
উত্তরটা একদিন দিতে হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।