প্রতারক পাখি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কাকের ডিম কোকিলের ঘরে।
কোকিল জানে না।
বাচ্চা লালন পালন করে সে।
আদর সোহাগ করে আপন মনে।
একদিন ধরা পরে ।
তার পর বাচ্চা টা ওরতে শিখে
আর পলায়ন করে।
আমাদের দেশে ঠিক ঘটে
কিছু তো বটে।
যাহা রটে।।।
অপরের জমি বিক্রি করে ।
নিজের জমি নামে দেয় পরিচয়।
তারপর কৃষি জমি দখল হয়।
ভয় দেখিয়ে
লোভ দেখিয়ে দিগুন টাকার
নিজের নামে জমি করে দখল ।
বসত ভিটা নষ্ট করে
কম্পানির কাছে বিক্রি করে ।



এরাই দালাল
ভদ্র ভাষাতে কত কিছু বলে
যুক্তি যতই দেখাও ছলনার ছলে



কৃষককে ভয় দেখিয়ে।
লোভের জালে ফেলে
জমি করে নেয় দখল।।

সেখানে গড়ে তোলে কারখানা কল।
কৃষক কে বলে ।
তার সন্তান পাবে চাকরি
একটা কোম্পানী হবে সেখানে।



তার পর কৃষকের ঘরে অভাব আসে
অভাবে সংসার ভাসে।


আগে ঘরে একটি বেকার ছিল।
এখন বেকারের সংখ্যা দ্বিগুন করে।

কৃষক ছিল বাবা,
বাবা হল বেকার ।
পুত্র তো শিক্ষিত বেকার ।
বাবাও তার সাথে যোগ হয়।




এলাকাতে প্রবেশ করে ।
মাদক আর অস্ত্র।
কৃষক হারায় অন্ন আর বস্ত্র।



দালাল হল ধনী।
কৃষক শুনেছিল দালালের বাণী
তার পুত্রের চাকরি হবে।
সংসারের অভাব শেষ হবে।


হলনা কিছু ।


কার জমি
কে পেল টাকা।
কৃষকের কপাল টাই ফাঁকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।