কাল্পনিক সত্য
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি দেখেছো?
মাথার চুলে আগুন লাগিয়ে ভাত রান্না করছে কোউ
কেন সেটা তো ভালো,
চুলার খরচ কমে যাবে।
কিনতে হবে না চুলা
লাগবে না গ্যাস ।
দিতে হবে না গ্যাসের খরচ।
কিনতে হবে না কাঠ।
কিনতে হবে না পাতা।
ভাবছো কবি পাগল।
তবে শোন বলি ।
ঘর থেকে বের হতেই ।
নাকে লাগল বাষাক্ত ধোয়া ।
পুকুরের পানিতে যে কালো কালো পদার্থ।
সেটা কোন কালি নয় ।।
সেটা বিষ ।কারখানার বজ্র।
তখন কেমন হবে?
কম দামে জমি কিনলে।
আর কম দামে শ্রমিক পেলে।
তাই মিল গড়েছ।
কারখানা তৈরি করেছ।।
দেশ এগিয়ে যাচ্ছে।
ভাল ।
উন্নত দেশ চাই আমিও।
কিন্তু মানুষ মেরে!
সেই সম্পদ ভোগ করবে কে??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।