পরিনতি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সবার পরিনতি একটাই ।
সব অত্যাচারীও একদিন শেষ হবে।
শেষ হবে তোমাদের এই ক্ষমতা।
ক্ষমতার শক্তিতে যে নেতা।
ফারাও ছিল রাজা।
আজ তারা কোথায়?
কত হিটলার ;মুসোলিনি
এ যুগের কত শক্তিধর শাসক।
সবার শেষ পরিনতি দেখেছে ইতিহাস।
কারো নাম মনের ভেতরে ,
লিখে রাখি শ্রদ্ধাভরে।
কারো নাম নেয় মানুষ ।
থুতু দেয় কারো নামে।
ইতিহাস কাউকে অমানুষ খ্যাতি দিয়েছে।
শুন হে ক্ষমতার অপব্যবহারকারী
তোমারো শেষ আছে।
সময়ের আদালতে তোমাকেও দারাতে হবে
বিচার হবে।
কঠিন বিচার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।