অাপনাদের স্কুলে ভাত দেয়?
- নাহিদ সরদার

আপনাদের স্কুলে ভাত দেয়?
মো : নাহিদ সরদার
নারকেল পাড়াবেন?নারকেল
আট বছর বয়সী বালকের মুখের শব্দটা
প্রভাতি শিশির ভেঙে ভেসে এলো
এক করুণ কাহিনী যেন লুকিয়ে রয়েছে তাতে।
সেই ছেলের পোশাক দেখে বলা যায়
কতটা সুখে আছে সে,
মা টা মরেছে অনেক দিন আগে
হারামি বাবা ভেগেছে একটা মেয়ের হাত ধরে
আর আমি নারকেল পাড়ি
যে- যা দেয় তাতেই দুমুঠো খাই,
বিশ্বাস করেন এভাবেই বলেছে ছেলেটা।
স্কুলে যাবে?
কথাটা শুনতেই আনন্দের ঝিলিক খেলে গেল চোখে,
একটা গভীর হতাশা মাখা মুখে বললো
আচ্ছা,
আপনাদের স্কুলে ভাত দেয়?
আমিতো দুদিন খায়নি কিছুই।
২২/০১/১৭
রবিবার,সন্ধ্যা ৫: ৩২ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।