নিয়ত ।
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

রাসূলের বাণী শোণ মুসলমান
ইন্নামাল আমালু বিননিয়াত।


কাজ করার পূর্বে তুমি।
কর নিয়তের খবরদার।
নিয়ত সহি করো হে খোদার বান্দা ।
নিয়ত করো সহি করে
নিয়ত কর খোদার তরে।

নিয়তে যেন না থাকে গাফেলত
কবুল করাতে ইবাদত

না থাকে যেন অহংকার ।
তবে মিলবে না পরপার।
ইবাদত কর খোদার লাগি।
করোনা কো ইবাদত লোক দেখানোর লাগি
রিয়ামুক্ত ইবাদত ।
স্বল্প হলেও ফল দিবে অধিক।



রিয়া যুক্ত যদি থাকে।
তবে পড়তে হবে বিপাকে।
সেই শেষ বিচারের দিনে।
নিয়ত সহি করে নাও,

সব ঠিক যাবে।



নিয়ত ঠিক হলে
সালাত তোমার যাবে না বিফলে।


ভালো কাজ কর যত ।
বার বার যাচাই করো আপন নিয়ত
শুদ্ধ নিয়তের মাঝেই তোমার
শুদ্ধ হবে ইবাদত।

নিয়ত যেন শিরক মুক্ত হয়।
মনে থাকে যেন আল্লাহর ভয়।


না থাকিলে ইখলাস ঠিক।
নিয়ত কি করে করবে ঠিক?


সহি কর ইমান ।
সহি কর তোমার নিয়ত মুসলমান।




কি করতে চাও।
ইবাদত কাকে দেখাতে চাও?
কাকে খুশি রাখতে করছ ইবাদত।
ঠিক করে নাও নিয়ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।