কে বলে তুমি নেই?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কে বলে তুমি নেই?
কে বলে তুমি মরেছ?
এই অন্তর থেকে
কে বলল সে কথা?
কে বলে?
কার শাহস হল মিথ্যা যুক্তি দেখায়?
এত কেন কথার মালা?
কথা থামাতে বল তাদের।
যারা মিথ্যা বলে।
মিথ্যা প্রচার করে।।
তুমি এই বুকে আছো ,
থাকবে চীর দিন।
যদিও তুমিই শরীর থেকে দূরে।
মন থেকে কি দূরে?
মন থেকে তো নও।
হতাশা থাকবেই
থাকুক তাতে কি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।