বহুরূপী প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
মানুষের প্রেমের কি লিলা,
কত আছে তার রূপ "
নারীর সাথে পুরুষের "
পুরুষে নারীতে প্রেম।।
আছে লোভ,
আছে দেহের প্রেম।
আছে ধন, সম্পদের প্রেম।
আমার আছে আশা "
আর দুঃখের প্রেম "
আছে লোভ, আছে ক্ষোব।
আছে দারিদ্রের প্রেম "
আছে যাতনার প্রেম "
আছে দ্বিধা, আছে দ্বন্দ্ব "
আছে ভালো, আছে মন্দ "
আছে তৃষ্ণার প্রেম "
আছে অহংকার "
আছে অহংকারী প্রেম।
আছে অর্থের লোভ,
আছে সম্পদের প্রেম।
আছে লোভ,
আছে এক ধ্বংসিত লালসার প্রেম।।
নানান রকম তারনা "
আছে ভালবাসা "
আছে তোমার মধুময় প্রেম।
আছে যন্ত্রনা "
আছে বেদনা "
আছে শোকার্ত জীবন
আছে অন্যএক জীবন।।
আছে জীবনের আশা "
আছে বেচে খাকার প্রেম।
আছে হিংস্রতা,
আছে স্ব হিংসার প্রেম।
আছে উগ্রতা "
আছে নগ্নতার প্রেম।।
২৪/ডিসেম্বার২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।