প্রিয়াকে মুক্ত করলাম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

প্রিয়াকে মুক্ত করলাম।
মুক্তি দিলাম মিছে অভিনয় থেকে।




বার বার মিথ্যা বলার যে পাপ।
সেই পাপ থেকে দিলাম মুক্তি।



বার বার কথা দিয়ে।
কথা না রাখার ছলনা থেকে,
প্রতারক হবার অপরাধ থেকে।
মুক্তি দিয়ে দিলাম।




অযথা সময় নষ্ট করার চিন্তা।
আর রোঁদে হাটার বিরক্ত থেকে ।
ছুটি দিয়ে দিলাম।





নারী স্বাধীনতা ভোগ করতে।
ভোগ করতে ব্যাক্তিস্বাধীনতা ।
সময় ফাঁকা করে দিলাম।



সরে এলাম জীবন থেকে।


কেন মিছে করবো সন্দেহ?
কেন করবো স্বাধীনতাতে বেঘাত?



তাই মুক্তি দিয়ে দিলাম।





সব পাওয়ার নাম সুখ ।
এমন কোন আইন
এমন কোন ব্যাখ্যা কোথাও দেখিনি।



তাই চাইনি কিছু।
চাইবো না কোনদিন।



নিজেই কত অভাগা হয়ে ।
বেচে আছি সুখে আর দুখে।
যাই হোক সেটা খারাপ নয়।





মুক্ত হয়ে থাকুক সে।
মুক্তির শান্তি ভোগ করুক আপন মনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।