চতুর পুরুষ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কেন কর কৌতুক ?
আমি কি নিতে পারি যৌতুক ?
জানো না আমি মানবতাবাদী?
জানো না আমি অধিকার বাদী?
নারীর অধিকার দেই সবসময়।
কত রেলি ,সমাবেশ করেছি রাস্তাময়।
নারীর অধিকার দিতে।
ঐ যে শহরের জমিটা ।
যেটাকে তুমি যৌতুক বলছ।
মামলাতে জয়ি হয়ে যেটা পেয়েছি।
ঐটা তো আমি নেইনি।
সেটা বাবার সম্পত্তিতে তার মেয়ের হক্ক।
জানো না নবী বলেছেন ?
ছেলের অর্ধেক মেয়ে পাবে।
জানো না আইনেও আছে?

সেটা আমার স্ত্রীর অধিকার ছিল।
গিন্নীই সেটা পেল ।



আমি শুধু সেটাতে একটা বাড়ি করলাম।
এখন আরো এক কোটি হবে পেলাম।
শশুরের কাছ থেকে।

দুঃখিত ভুল বলেছি।
আমি না ,তার মেয়ে পেলো।
এখন সেই টাকা আমার হল।
এটা যৌতুক নয়।
নারীর অধিকার।






আর যখন মেয়েকে দিবে বিয়ে ।



তখন সে বাবা।
এখন সেই অধিকার সচেতন বাবা।
স্বামী থেকে হল এক সন্তানের ।
এক কণ্যার।
এখন তার সুরে এসেছে পরিবর্তন।
যৌতুক বন্ধ কর ।
যৌতুক দেয়া ভাল না।
তবে বউয়ের বাবার বাড়ি টা
কোটি টাকাটা
কে হজম করল ?
বউকে তো কোনদিন দিলো না।




আজ যখন দেয়ার পালা ,
এখন তোমার মেয়ে কি পাবে না ?
বাবার সম্পদ ।
মেয়েরা তো বাবার ,স্বামীর "
দু পক্ষ থেকেই ছিলো পাওনাদার ।
ইসলামের আইনে।



তবে চতুর পিতা ।

চতুর স্বামী ।
চতুর ছেলে।
ধোকা দিলে তুমি।
কতই না নিজের স্বার্থে।
অপব্যাখ্যা করলে হাদিসের।
কোরানের আইনের।
আইন ভঙ্গ করলে নবীর ।




তুমি পুরুষ ।
স্বামীহয়ে স্ত্রীর অধিকারের নামে।
স্ত্রীর বাবার সম্পদ ভোগ করলে
স্ত্রীর হক্ক করলে নষ্ট

তুমি বাবা যখন ।


তুমি যখন ভাই।
তখন যৌতুক বন্ধ কর
যৌতুক একটি ব্যাধি
এই বলে দিলে না তুমি
কণ্যার হক্ক আর বোনের হক্ক
বোনের যা ছিল প্রাপ্য ।
দিলে না তুমি ।


বললে বোন তোমার ঘরেই খায়।
যখন বেড়াতে আসে ।

ইদে কাপর দাও তুমি দাও বাজার করে
এই কি শেষ কথা?
তুমি ব্যাখ্যা করলে ।
আইন অধিকার ,আর ধর্ম।
নিজের মত করে।


নিজের স্বার্থটা হাসিল করলে।
মেয়েদের দিলে ধোকা ।
বোনকে ও কণ্যাকে

শুধু স্ত্রীর অধিকার চাই তোমার?





নারীকে করলে বোকা ।
খাওয়ালে ধোকা।
বোনের হক্ক কণ্যার হক্ক



না দিয়ে কবরে যেও না পুরুষ।
স্ত্রীর হক্ক না দিয়ে
যদি যাও কবরে।
হাশরের মাঠে।
হিসাব চাইবেন খোদা।





কত হাত জমি বেশী করলে ভোগ।
কত টাকার মালিক তোমার বোন?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১১-০২-২০১৭ ২১:৪৪ মিঃ

এখনো লোকেরা তো একটা সুযোগ পেয়েছে।।।


আধুনিক আইন গুলোতে।।।
বিয়ের সময় বৌয়ের অধিকার।।
ভাই গুলো বোনকে সম্পদ দেয় না।।



যৌতুক ভাল না।।
অজুহাত।।।

১১-০২-২০১৭ ২১:৪২ মিঃ

{{বিশেষ দ্রঃ এখনো এই দেশে
৮৬"৮৯%লোক মনে করে বোনের সম্পদ হিসাব ছারা কিছু টাকা দিয়ে দিলেই হয়।।তারা মেয়ে।।সে এত পাবে না।।বিশেষ করে লোভি লোক গুলো।