স্বাধীনতা আছে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
স্বাধীনতা আছে আমার কাছে,
আমার আছে পেশী শক্তি,.
দেহে আছে বল প্রচুর।
কর আমাকে ভক্তি।
আমি নিজেই চলতে পারি ।
যে পারে না ,
সে দুর্বল ,অলস।
এখানে শক্তি যার ।
স্বাধীনতা তার ।
রাস্তায় হাটো।
আগে হাটো ।
শক্তি দিয়ে ,বুদ্ধি দিয়ে ।
পথ কর পরিস্কার ।
পথ আটকে থেকো না।
আগে হাটো ।
নয়তো সরে যাও রাস্তা হতে নীচে।
অনরকে দিয়ে দাও পথ।
খালি কর রাস্তা।
আমার সব আছে ।
আছে ক্ষমতা ।
আছে বড় মামা ,চাচা ,জেঠা।
আছে ক্ষমতা ধর বাবা।
চলে যাও রাস্তা হতে।
দুর্বল বোকা ,হাবা।
জীবনের এটাই সত্য।
জয়ী হও ।
নয়তো রাস্তা ছেরে দাও।
এটাই বাস্তবতা
এটাই এখন নিয়ম এই দেশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।