কে তুমি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কে তুমি ?



আমি বাঙ্গালি।


তুমি কে?
না আমি বাংলাদেশি,





ভাই তুমি কে ?
আমি বাংলাদেশি মুসলমান।



ভাই তুমি?
আমি বঙ্গালি মুসলমান।


কবী বলে।।

আমি কে?




আমি তো ভাষাও জানি বেশ তিন চারটে।
ধর্মও ইসলাম।

পাকিস্তান গেলাম।
তারা বাঙ্গাল আর বাঙ্গালি বলে গালি দিলো
ভারত গেলাম ওরা বলল তুই পাকি,
এই দেশে এলাম।
দেখি আমার পরিচয় গ্রন্থে এক ।
জাতীয় পরিচয়পত্রে অন্য এক।


আমি কে?


আমি তো মানুষ ছিলাম।
জন্ম নিলাম যখন।
তখনো মানুষ ছিলাম।


এখনো মানুষ।
মরবার কালেও ফেরেস্তা আসবে।
মানুষ হিসেবেই করবে গ্রহন।


তবে তুমি কে?
কবীর প্রশ্ন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০২-২০১৭ ১২:১২ মিঃ

সবচাইতে বড় বিপদে ।ও পরিচয় এর অভাব
এই দেশর জনগনের।। এক এক জন এক এক
জিনিস দিয়ে ।।
কেউ গালি দেয় ।।
কেউ করে অপমান ।।কি জালা