ভাষার মিশ্রণ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

বাঙলা থেকে এখন বাংলা ।
ভাষাতে কত কিছু হয়েছে যোগ।



কত জাতি ধর্ম ,বর্ণের মানুষ।
স্পর্শ করেছে এই ভূমি।


এসেছে এই মায়ের কোলে।
কত সংস্কৃতি পিপিসু ।
কতনা ঐতিহাসিক ।



কত কবি ।
কত ভাষা গবেষক।



সবাই কিছু নিয়ে গেছে।
সাথে কিছু গ্রহন করেছে



আমরাও নিয়েছি তুলে।
কত শত ভাষার কানুন ।
কত শত ভাষার মিশ্রন ।




আজ এই ভাষা ।
নিজের অনেক শব্দকে দিয়েছে অভিধানে স্থান।




অপরের ধার করা শব্দ করে ব্যবহার।
অনেকে মুখের ভাষাতে ।
কবিতাতেও কবিরা ধার করা শব্দ ব্যবহার করে




ব্যাকরণ বই বা কবিতার গ্রন্থ।
সব স্থানে ধার করা শব্দ দিয়ে ভরা।





চেয়ার যে কেদারা ।
সেটা ভুলেই গেছে বেছারা ।



টেবিল এর মানে নাকি চারপায়া।
আমরা যে কতবড় বেহায়া।



এটাই তার প্রমান।



অপরকে বলি না ।
বলছি নিজেকেই।




আরো আগে কেন জানলাম না?
কেন শিখলাম না নিজের ভাষা?



কি করেছি এতকাল?






বানান টাও ভুল করি।






নিজের ভাষা ই ছিল সমৃদ্ধ।
অপর ভাষার শব্দের দরকার কি ছিল?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০২-২০১৭ ১৮:২৭ মিঃ

বাংলা খাটি ভাষা গুলো আসল ভাষা গুলো ,,
এখন আমরা ভুলেও গেছি।।
অনেক শব্দ জানিও না।।।