কবিতা ও যৌবনের প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কবিতা তোমাকে ভালবাসি ,
বলেছিল সেই শেষ বিকেলের প্রেমিক





বিশ্বাস কর ,
আমি তোমাকেই ভালবাসি,
তোমার দেহ কে নয়।




তোমার সৌন্দর্য কে নয়।



এই কথা ,সেই কথা ।
এভাবেই ভুলে গেল কবিতার মন।



মন দেয়া নেয়া ।
তার পর উদ্যান 'প্রান্তর ,আর ময়দানে।
দেখা হত কত স্থানে,
দেখা হত নির্জনে।




মনের প্রেম আর বাধা মানল না।
রুপান্তর ঘটাল তার রুপের।


দেহের কথা ।
দেহের লোভ জেগে উঠল ।
নির্জন সেই দ্বীপে।



একদল বখাটে।
সেখানেই ছিল ।
জানত না প্রেমিক যোগল।


বখাটেরাও ভঙ্গ করল নিয়মের বাধা।
নষ্ট হল প্রেমিকা রাধা ।
প্রেমিক রুপি দেহ লোভীর সামনেই।




তার পর কেটে গেল কিছু দিন।
বখাটের বিচার হল।
কিন্তু ততদিনে সাংবাদিকদের মধুর বাণিতে



রটে গেছে সব গটনা।



এখন আর প্রেমিক আসে না।
মধুও শেষ।
মনের প্রেম আর ভন্ডামি
সব এখন পালিয়েছে।




এখন কবিতার হুশ ফিরল।



মনের প্রেম "
সেটা তো একটি রূপান্তরিত অকটোপাস।
বার বার রূপ পাল্টায়।




ভন্ড প্রেমিক তাকে মানুষ ভাবে নি।
ভেবেছে রসে ভরা গোল্লা।
মধু ভরা ফুল।


অন্য ভ্রমর ছুয়ে দিলে ।
স্পর্শ করা যাবে না।

কবিরাও কি অবাক করা বিবেক নিয়ে থাকি।
মেয়েকে ভাবি ফুল ।
পুরুষ মৌমাছি।

ছি ছি ছি ছি
ঘৃণ্য ভাবনা।



মানুষ কি খাবার ?
এটো হলে আর ছোয়া যাবে না।
একজন খেলে ।
সে খাবার খাওয়া যাবে না ।
জাত যাবে ,
রোগ হবে ,ছোয়াছে রোগ!












মানুষের রূপ ।
মানুষের মূল্য ।
মানুষ সে ,
নারী হোক আর পুরুষ।




মধু শেষ হলে ফুলের দাম কমবে।
মানুষ ফুল নয় ।
নারী কোন ফল ,ফুল না ।
নারীও মানুষ।






পাপী প্রেমিক এলো না ।
কবিতার বুঝতে বাকি রইল না।
সে তাকে ভোগ্যই ভেবেছে।
মানুষ ভাবেনি।





মানুষ ভাবলে পাশে থাকতো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০২-২০১৭ ১৮:৪৯ মিঃ

প্রেম কি ।।।মন আর শরীর ।।কোনটা চায় সে??