বৃষ্টির পানি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বৃষ্টির পানি ,
আকাশ থেকে ঝরে পরে,
আকাশেই ফিরে যায় সে ।
পুকু ,নদী ,মাঠ,
খাল ,বিল ,সাগরে বাস করে ।
একদিন বাস্প হয়ে আকাশেই উরে।
মানুষ তেমনি ,
জন্ম নেয় ,
বাস করে, পৃথিবীতে করে বিচরণ।
বাস করে ।
লোভ ও হিংসার সাথে।
মানবতা আর ধর্মের সাথে,
কেউ কেউ গ্রহন করে পশুত্ব
কেউ তো দানব হয়।
শান্তি নষ্ট করে মানবের।
একদিন করে মৃত্যুকে গ্রহন।
শেষ হয় সকল আস্ফালন,
সকল কিছুই শেষ হয় ।
তুমিও কি ভাবো ?
হাজার বছর থকবে?
বাস করবে এই গ্রহে।
আর লুট করবে।
দখল করবে মানুষের সম্পদ।
আজ যে সম্পদ তোমার দখলে।
এটা একদিন অন্য কারো ছিল।
সেও দাবি করত বার বার ।
এ সব কিছু আমার।
সে আজ কোথায়?.
কোথায় গেল?
ভেবেছ কি একবার ?
দেখো ,ভাবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।