কবি চিনে রাখো মোর নাম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কবি তুমি জেনে রাখো
কবি চিনে নাও ।
একবার তোমার পরিচয় দাও।
তোমাকেও চিনে রাখি।
জেনে রাখি তুমি কে
তুমি যে গায়ক পক্ষী।
পরে যদি না চেনো।
ভুলে যদি যাও।
যদি বল ।
তুমি কে হে নরাধম?
তোমার মুখতো নতুন দেখছি।
এ ভুবনে নতুন না কি?
কোন গ্রহ থেকে আসলে?
এলিয়েন না কি তুমি?
তখন বলার থাকবে না কিছু।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।