প্রেম কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
প্রেম কি ?
প্রেম নর নারীর আবেগ।
যার শেষ হয় বিচ্ছেদ দিয়ে
দেহের মিলন দিয়ে ও সে মরে যায়।
মরে যায় ,
পচে যায়।
রূপান্তরীত হয়।
নষ্ট দান ,
নেই কোন প্রতিদান।
চারদিক ফাকা ,
শূণ্যস্থান আর হাহাকার।
কেউ জানে না সেথায় কি আছে।
ধোকার খেলা ,
নাকি অনন্ত যৌবন আছে তাতে,
কেউ জানে না।
সবাই হতাশ ।
হতাশা ভরে আছে চারদিকে।
কি যেন নেই।
অনেক কিছু থেকেও।
অসহায় হয়েছে সবাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।