বসন্ত এসেছে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বসন্ত এসেছে"
শহরের গাছে গাছে না আসুক,
রাস্তায় এসেছে সেই সকালেই।
বসন্ত এসেছে ।
এসেছে ফাগুন।
কোথাও আগুন থাকুক না থাকুক।
ফুলের দোকানে আছে।
বসন্ত এসেছে।
ফুল তো খোপাতে তোমার ।
সুন্দর করে সাঁজ অপরূপ
বসন্ত এসেছে ।
তার রূপ দেখি ছাউনি তোলা রিকসার ফাঁকে।
শাড়ি পড়া প্রেমিকার প্রেমে ব্যস্ত প্রেমিক।
বসন্ত এসে গেছে।
ফাগুনের রং লাগুক না লাগুক।
প্রেয়সীর ঠোটের রং লেগে আছে ।
লেগে আছে প্রেমে ।
লেগে আছে প্রেমিকের পাঞ্জাবিতে।
বসন্ত এসে গেছে।
গাছের আড়ালে,
কপুতকপোতির মেলা বসেছে।
বসন্ত এসে গেছে।
চারদিকে তোমার সুবাস।
দিচ্ছে যেন সেই সুবাস।
যে সুবাসে মুগ্ধ হল প্রেমিক ।
মুগ্ধ হল তার হৃদয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।