বসন্ত তুমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তোমার গায়ে ঝড়ে পড়ুক শিশিরের বসন্ত,
চীর যৌবন ভরা বসন্ত।
এক দিন নয় ।
বার বার আসুক প্রিয়া।
তোমার ঠোটে লাগুগ বসন্ত ।
যুবতি কণ্যা হও চীর অনন্ত,
আমি তোমাকে দেখে মরি চীর অনন্ত!!!!
আমার কি বলার আছে ?
আমি তোমার কে,?
বসন্ত নাকি এসে গেছে?
তুমি তো জানোই ।
তোমাকে দেখেই জানলাম আমি।
তুমি যে চীর বসন্ত আমার।
জন্ম জন্মান্তরের প্রেম।
তোমার মাঝেই লুকিয়ে আছে,
চীর বসন্ত আমার ।
যে বসন্ত খোঁজে পায় কবিদের দল।
যে বসন্ত "
কবিতাকে করে কাব্যময়।
যে বসন্ত কবিতাকে করে প্রাণবন্ত,
তুমি সেই বসন্ত হও , অনন্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৭-০৩-২০১৭ ২৩:২৯ মিঃ

আমি সত্যিই অভিভূত । অসাধারণ কাব্য ।।।বাহ।বাহ।।।।।।

১৪-০২-২০১৭ ১৯:৪৭ মিঃ

বসন্ত আসুক রোজ।।