রূপ ও সৌন্দর্য কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সৌন্দর্যের কি আছে ব্যাখ্যা ?
কি তার পরিচয়?



কবিদের কাছে সৌন্দর্য কি?
কি পরিচয় জনতার কাছে?


মানুষের সৌন্দর্যের আলাদা পরিচয় ।
পাপীদের কাছে চর্ম,
আলেমের কাছে ধর্ম ।
শ্রমিকের কাছে কর্ম।
বহুরূপি সৌন্দর্যের মর্ম ।


বহুরূপী পরিচয় রয়েছে।
বহুরূপী কবিতাও আছে।


কেউ চর্ম নিয়ে মাতে,
কে ধর্ম নিয়ে মাতে।
কেউ গুণ খুঁজে বহুরূপী,
কেউ অন্ধকারে হয় পাপী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।