মানব মানবীর প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

মানবের সাথে মানবীর প্রেম,
শুরু হয় যখন,
আবেগ থাকে ,
নীল আকাশের মেঘে।



ভাসমান সুন্দর প্রেম।
পবিত্র প্রেম ।


একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
তার পর পুকুর ,ডুবা ,নালা
নদী ,বা সাগরে ,
মিশে যায় বৃষ্টির জলের মত।





কেউ তাতে অস্তিত্ব খোঁজে
কেউ সাতার কেটে ক্লান্ত হয়।
সাগরের অথই জলে।



কেউ বা ডুবার নোংড়া জলে।
নিজের পরিচয় হাড়িয়ে ফেলে।
সব হয়ে যায় গোলমেলে।



কেউ বা নষ্ট হয়।
পচা ড্রেনের জলে।


মানবের সাথে মানবীর প্রেম।



শুরু হয় সেই হিমালয় এর চুড়াতে।
তার পর মেঘালয়ের পাহারে।


মেঘ হয়ে জমে



পাহারের ঝর্ণা হয়ে নেমে আসে।
নদীর বুকে।
অবশেষে সেই সমুদ্রে।




তার পর বিলীন হয় পরিচয়।
সেই বিশাল সমুদ্রের বুকে।


রূপ পরিবর্তিত হয়।
প্রেমের যৌবনে আসে ,
কামের নষ্ট জোয়ার।


সব ভাসিয়ে নিয়ে যায়।
শেষ হয় সব কিছু।



নতুন কিছুর শুরু হয়,
তাতে প্রেম কি বেচে রয়,?



তাকে কি প্রেম বলে,?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০২-২০১৭ ০১:০১ মিঃ

নষ্ট সব ।।