যৌবন আছে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
যৌবন নাকি মৌবন
কি যে বলেছিল কবি
কই ,
কোথাও তো পেলাম না
সেই বনের দেখা।
সব ধোকা হল ।
কথা রাখলো না কেউ।
সবাই চলল সেই আদিম পথে
আদিম খেলা নিয়ে মাতল সবাই।
অর্থ ,ক্ষমতা আর নারী লোভ
সবাকে মাতাল করেছে।
নারী কি পুরুষ।
সবার আছে সম্পদের লোভ।
মাতাল সবাই।
অর্থের গন্ধে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।