প্রশ্ন একটাই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

নারী জাগরণ ।
পুরুষের আস্ফালন।



নাস্তিক আর আস্তিক।
নারীবাদি আর কত কথা।



মানবতা বাদী কত আছে।



সবার সংখ্যাই তো নির্দিষ্ট কিছু ।
বেশিরভাগ পুঁজিবাদি "
আর ক্ষমতাবান "
টাকার গরম চাই সবখানে।

ক্ষমতার সাপোর্ট চাই সবখানে।
ক্ষমতাবানের দানবীয় হাতের সাপোর্ট।




কবে মানুষ জাগবে?
মানুষ নিজের অধিকার চিনবে।







কবে ভাই ভাইয়ের অধিকার দিবে।
বোন বোনেরে অধিকার দিবে।





ভাই বোনেকে সম্মান করবে কবে?
বোন ভাই কে।



নারী পুরুষকে।
পুরুষ নারীকে।




কোন ক্ষমতার হাতের সাপোর্ট নিয়ে নয়।
কোন আইনের শক্তিতে নয়।
মন থেকে মেনে নেবে।
অপরের সম্মান করতে শিখবে।




মানবাদিকার চাইবে।
খন্ড খন্ড বিভক্ত অধিকার নয়।





মানুষ হতে চাইবে মানুষ গুলো।
দানব নয়।







বিভেদ সৃষ্টি কারী নয় ।

মানুষের বন্ধন সৃষ্টিকারী কে হবে?










মতবাদ সৃষ্টিকারী লেখক অনেক আছে
সবাইকে এক করতে কে পারে?



মতবাদ দিয়ে ,
দলাদলি করে।
ভাগ করছ মানুষেরে বহু দলে।


পরিচয় দিতেও পারো।
তোমরা নাকি লেখক।
কবি ,সাহিত্যিক 'গুণীজন।



বিভেদ সৃষ্টিকারী।


জনমনে ভয় সৃষ্টিকারী।

প্রশ্ন একটাই।
মানুষ গুলো মানুষ হতে শিখবে কবে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।