হুঁশিয়ার
- ফাইয়াজ ইসলাম ফাহিম
টম জেরির মতো
এক সাথে চেয়েছিলাম থাকতে,
আর বুঝি পারব না
এই ওয়াদা রাখতে?
তুমি চল বক্র পথে
আমি চলি সোজা,
একটুতে করোও খুটুস-খাটুস
ডাক কেন প্রেম ওঝা?
কিসের তুমি অহমিকা দেখাও
কিসের কর ছল,
আমি কিন্তু দূর্বল নই
তোমার চেয়েও সবল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।