রূপালী সন্ধ্যা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সেই সন্ধ্যায় ,
ছিল বৃষ্টি চারদিকে,
প্রকৃতির দেবতারা সব শান্ত ছিল ।
অপ্রাকৃত সেই শান্তি ,মগ্নতা
চারদিকে যেনো শান্তি ছরাচ্ছিল।
আমি দাঁড়িয়েছিলাম সে গাছের নিচে।
একা একা উপভোগ করছিলাম বৃষ্টির প্রেম
কি মুগ্ধতা ছিল সেই প্রেমে।
যেন রূপের রাণী ক্লিউপেট্রার ছোয়া লাগছে প্রানে।
যেনো স্বর্গের মুগ্ধতায় হাড়িয়েছিলাম
তখন তুমি এসে দাড়ালে পাশে।
তোমাকে দেখে মুগ্ধ হল প্রকৃতি।
মুগ্ধ হল এই মন।
তোমার শাড়ির আচল ,
রং ছিল তার নীল ।
যেনো তুমিই সেই অমাবস্যার রাণী
তোমাকে দেখতেই পৃথিবীর এই আয়োজন।
তোমার ঠোটে একফোটা বৃষ্টির জল।
ঝড়ে পরেছিলো ভেজা চুল হতে।
মুক্তর মত অপরুপ সেই ফোটার ঝলকানি
তোমার স্নীগ্ধতা যেনো ,
মোহিত করেছিলো এই আবেগকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।