সত্য বলার আয়োজন
- রায়হানুল এফ রাজ

একটা সত্য কথা বলা হবে।
তার জন্য কত আয়োজন!
দোয়া-দরূদ, বুকে ফুঁ।
গ্লাস ভর্তি ঠাণ্ডা পানি।
মাথায় কিছু শুভকামনার হাত।
চারদিক উৎসুক জনতার ভীর।

এত কিছুর মাঝেও,
ভয়টা ঠিক ভয়ই থাকে।
সত্য বলতে গিয়ে,
কথামালা অন্য দিকে বাঁকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।