জানতে চাই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আজ হারিয়েছি,
কাল খুঁজবো কেন?
আজ পাইনি,
কাল পাবো তার কি নিশ্চয়তা আছে?
কাল পেলেই নিতে হবে,
বা মন করবে গ্রহন ।
তার কি নিশ্চয়তা আছে।
আমার কাছে নেই।
মনের কোন সঠিক ইতিহাস।
নেই কোন দিক গণনার বই।
আজ হেরেছি,
কাল জিতবো।
তাতে লাভ কি?
আজকের উপভোগ আর কালকের উপভোগ
এক হবে কি?
আজকের জীবন আর কালকের জীবন,
এক হবে কি?
আমি আবার ফিরে আসবো কি?
ঠিক তোমার মনের মত করে।
সে তো জানি না।
জানতে চাই না ।
জানতে চাইনি ।
সময় কি থেমে থাকে?
থাকে না ।
দেখিনি কখনো ।
কেউ দেখেনি সেই কাহিণী
জানতে চাই।
তুমি কি চাও?
কি হবে মনে করো তুমি?
শত বছর পরের ইতিহাস।
কি লেখা হবে?
তোমার আমার প্রেম কাহিণী নিয়ে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।