কবি কোথায়?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
একদিন এই ডাইরীটা থাকবে না।
থাকবে না কাঁচা হাতের লেখা কবিতা।
থাকবে না এই কবিতার খাতা।
প্রকাশিত হবে না কোন কাব্যগ্রন্থ
এভাবেই সব কাগজের সাথে ,
এই খাতাটিও হবে ওই পোকার খাদ্য।
হয়তোবা কেউ খোঁজে পাবে।
কোন এক ময়লার ঝুড়িতে।
বা পুরাতন কাগজের দোকানে।
তার পর কোন কিশোরী ।
বেখেয়ালের সাথে চোঁখ টা রাখবে।
কবিতার কোন এক লাইনে।
পড়তে মন চাইবে না ।
বা অলস সময় পার করতে।
সময় নষ্ট করতে।
পড়বে এই কবিতাটি।
ভাববে কে এই অধম কবি?
কেন লিখেছে সে ?
তার কি ছিল আশা?
তখনো সে জানবে না ,
কবি কোথায় হাড়িয়ে গেছে।
কবির নাম জানবে না সে।
ওই পোকা কেটে ফেলবে নামের অংশ ।
আর সেটা হবে বে ওয়ারিশ কবিতা।
এক অচেনা কবির সাথে।
তরুণী মনে মনে করবে প্রেম।
ভাবনাতে ভাববে না তাকে।
তবে পুলকিত হবে ,
কেন কবি এই ভাবে ,
চলে গেলে বহুদূর ,
ঠিকানা দিলে না ।
চিঠি লিখে পাঠাতে চাই ।
এই বলে করবে সে করুনা।
কত মাস।
শত বছর পার হবে ।
কত পরিহাস গড়ে উঠবে কবির তরে।
কবিকে কেউ জানবে না ।
সেদিন হয়তো কেউ ।
বার বার খুঁজবে কবির পরিচয়।
কবিকে জানতে চাইবে তারা ।
কেন কবি?
লিখেছো তুমি এমন কবিতা গুলো?
কেন তুমি বর্ণনা করলে না ।
বললে না কি চাও
কেন কবি দিলে না ধরা"?
এই কবিতার প্রেমিকাকে ।
তখন কবি লুকিয়ে যাবে।
কালের হাজার অলিখিত ইতিহাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।