সত্য কথন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কিছু লোক টাকায় ধনী ,
কিন্তু মনে ধনী নয়,,
কিছু লোক টাকায় গরিব,
কিন্তু মনে ধনী হয়,,
কিছু মানুষ অনিক বিদ্যান,
কিন্তু ভদ্র সে নয়।
কিছু মানুষ দেখেনি বিদ্যালয়।
কিন্তু মনে ভদ্র হয়।
কিছু লোক এলেম রাখে।
কিন্তু পশুর মত আচরণ।
কিছু লোক এলেম নাই।
তবুও মহান হতে শিখে।
এই জগতে ,
কিছু জালেম থাকে।
তারা অনেক মানবতার কথা বলে।
মানতে রাজি নয়।
কালামের এলেম থাকে।
ইবাদত করতে নাহি শিখে ।
মনে সততা নাহি রাখে।
কেউ বিদ্যার জাহাজ হয়।
হয় এলেমের মহান আলেম।
কেউ অত্যাচারী হয়।
হয় সয়তান আর জালেম।
জেনে রেখো ,
যেটাই হও।
পরিণতি সবার একটাই।
মরলে ফলাফল ভোগ করবে তুমি একাই।
মৃত্যু তোমাকে ধরবেই।
যত ক্ষমতাই থাকুক হাতে।
থাকুক তোমার পেশি বলের সাথে।
শেষ হবেই একদিন।।
কেহ অল্প জানে ।
অল্প মানে নিজ গুনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।