কণ্যা তোমার প্রেম '
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কণ্যা তোমার প্রেম।
মনে জাগিয়েছে,
একটা স্পর্শকাতর অনুভূতি।
আর তুমি ফায়দা লুটতে চাও।
সেটাই কি প্রেম?
তুমি কর ছলনা ।
কেন কর বলনা।
বলতে সাহস হয় না?
ওই ছলনা ময়ী কন্যা।
অনুভূতিকে নরম করে,
তুমি রাজত্ব কায়েম করতে চাও মনে
এই মনে বানাতে চাও সিংহাসন।
মনকে শাসন করতে চাও?
এ মন যে গোলাম হতে চায় না ।
কারো গোলাম হতে সে রাজি নয়।
তুমি চাইলেই কি পারবে ?
তাকে ধরে রাখতে।
মন টা কি তোমার কেনা হাবশী গোলাম
সে কি বাজারে বিক্রি হয়ে গেছে?
একটা স্পর্শ কাতর মন ।
বার বার খোঁজেছিল প্রেম।
কারো গোলাম হতে সে চায় না।
একটা স্বাধীনতা চায় সে।
প্রেমের নামে ,
মনকে পারবে কি ধরে রাখতে?
তোমার প্রেম তো একটা মোহ
একটা নষ্ট কবিতা।
একটা ছলনার শেষ কথা।
এই মন তো ছলনা চায় না ।
যে প্রেম মানে,
হুকুমের গোলামি।
সেই প্রেম চাই না ।
এই মনের মালিক তো শুধুই স্রষ্টা।
আর কেউ নয়।
বার বার তোমার সাথে ,
ছলনা তো করিনি ।
তুমিই আমাকে রোবট ভাবলে।
ভাবলে যা বলবে তাই করবো।
চলতে বললে 'চলব।
হাটতে বললে ,হাটবো।
বলতে বললে ,বলবো।
কেন,আমি কি তোমার গোলাম?
না তুমি মালিক ?
এটাই কি প্রেম ,কণ্যা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।